ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে প্রাইভেটকারের ধাক্কায় বাইক আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
ঘাটাইলে প্রাইভেটকারের ধাক্কায় বাইক আরোহী নিহত রাফি মিয়া

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মো. রাফি মিয়া (১৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

রোববার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি ব্রাক্ষণশাসন এলাকায় মো. বাবলু মিয়ার ছেলে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, মোটরসাইকেল নিয়ে হামিদপুর থেকে ঘাটাইল যাচ্ছিলেন রাফি। পথে ব্রাক্ষণশাসন এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারটি রেখে চালক পালিয়ে গেছেন। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।