ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

ঢাকা: কুষ্টিয়ার দৌলতপুরে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিউল ইসলামকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাব-৩। ঘটনার পর দীর্ঘ ১৬ বছর ধরে পলাতক ছিলেন তিনি।

 

বুধবার (৫ জুলাই) ভোরে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।  

আরিফ মহিউদ্দিন জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ২০০৭ সালে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২১ সালের রায় ঘোষণার মাধ্যমে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। মামলাটি দায়ের হওয়ার পর থেকেই আসামি রবিউল দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন।  

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান আরিফ মহিউদ্দিন।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এসজেএ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।