ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

আমরা আমাদের মেয়েদের হারিয়ে যেতে দেবো না: শারমিন মুরশীদ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, জুলাই ৬, ২০২৫
আমরা আমাদের মেয়েদের হারিয়ে যেতে দেবো না: শারমিন মুরশীদ

নারায়ণগঞ্জ: পলাতক স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে শহীদ হওয়া নারীদের স্মৃতিপট থেকে হারিয়ে যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ, শিশু ও নারী বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশীদ।

তিনি বলেছেন, আমি এগারো জন শহীদ মেয়ের ওপর গবেষণা করে একটা পাবলিকেশন্স করছি।

আমরা আমাদের মেয়েদের হারিয়ে যেতে দেবো না।

রোববার (৬ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ সুমাইয়ার বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সময় উপদেষ্টা এ কথা বলেন।

শারমিন মুরশীদ বলেন, এতটুকু নিশ্চয়তা যেন আমরা দিতে পারি যে (শহীদদের) বাচ্চাগুলো যেন অন্তত লেখাপড়া করতে পারে। তাদের ভবিষ্যতের কথা আমরা ভাবছি। এটা আমার চাহিদা।

তিনি বলেন, মেয়েদের অনেক বীরত্বগাঁথা রয়েছে। সেগুলো সামনে আসে না। আমার দায়িত্ব হচ্ছে এটাকে বাঁচিয়ে রাখা। পরিবারগুলোতে এই ভাতাকে কেন্দ্র করে নানান জটিলতা হয়। আমরা এগুলোতে নজর দিচ্ছি। রাষ্ট্রের পরিষ্কার ভাবনা আছে। শহীদের শিশুদের আমরা প্রাধান্য দিতে চাই। পরিবার-পরিজনের মধ্যে যারা হকদার তাদেরও আমরা ভুলতে চাই না। আমাদের প্রশাসন খুব সুন্দরভাবে কাজটি করছে।

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শহীদ শিশু রিয়া গোপের নয়ামাটি এলাকার বাসায় গিয়ে তার স্বজনদের সঙ্গে দেখা করেন উপদেষ্টা। সেখানে তিনি বলেন, আমরা পুরো মাসটিকে উৎসর্গ করেছি এই জুলাই আন্দোলনের ওপরে। যারা চলে গেছে তাদের পরিবারে গিয়ে এটা বলা যে আমরা তোমাদের ভুলিনি এবং তোমাদের ভুলবো না। তোমরা যে আত্মত্যাগ করে গেলে, যে ক্ষতি তোমাদের হলো সেটার জন্য রাষ্ট্র সর্বোচ্চ করবে, এদেশের মানুষও তাদের স্মরণে রাখবে। এটা যেন আমাদের মননে থাকে বয়ানে থাকে।

এমআরপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।