ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

মান্দায় দেয়াল ধসে ভটভটি চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
মান্দায় দেয়াল ধসে ভটভটি চালক নিহত প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় একটি হিমাগারের দেয়াল ধসে মকলেছুর রহমান (৪৫) নামে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি চালকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৭ জুলাই) বিকেলে দেলুয়াবাড়ী-চৌবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকলেছুর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককানু গ্রামের মজিবর রহমানের ছেলে। ভটভটিতে গরু নিয়ে চৌবাড়িয়া হাটে যাওয়ার পথে দুর্ঘটনা শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শী মাইনুর ইসলাম জানান, মকলেছুরের গরু বোঝাই ভটভটি ওই সড়কের ‘জ্যোতি কোল্ড স্টোরেজ’ নামে একটি হিমাগারের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় ভটভটির ওপর হিমাগারটির দোতালার রেলিংয়ের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মকলেছুর নিহত হন।  

ঘটনার সত্যতা স্বীকার করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী জানান, আইনি প্রক্রিয়া শেষে মকলেছুরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।