ঢাকা: ঢাকায় ‘ব্যাটল ফর আফ্রিকা’ শীর্ষক প্রামাণ্যচিত্রের প্রদর্শনী হয়েছে। রুশ দূতাবাস ও ঢাকার রাশিয়ান হাউজের যৌথ উদ্যোগে প্রদর্শনীটির আয়োজন করা হয়।
শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের রুশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স একাতেরিনা সেমেনোভা।
তিনি তার বক্তব্যে ইউক্রেন পরিস্থিতি ও সংকট সমাধানে মস্কোর উদ্যোগের কথা তুলে ধরেন।
ঢাকার রাশিয়ান হাউজের পরিচালক পাভেল দিভয়চেঙ্কভ তার বক্তব্যে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও আফ্রিকার মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেন।
তিনি বলেন, বর্তমান রাশিয়া সে নীতিই অব্যাহত রেখেছে। তার মতে, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার কূটনীতি আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক তৈরির ভিত্তি।
প্রামাণ্যচিত্রটি উপস্থিত দর্শকরা আগ্রহ নিয়ে দেখেন। দর্শকদের মধ্যে ছিলেন সংস্কৃতি কর্মী, শিক্ষার্থী, একাডেমিক, চিন্তাবিদ ও সাংবাদিক।
প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে রাশিয়ার টিভি চ্যানেল রাশিয়া টুডে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
টিআর/এমএইচএস