বরিশাল: কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলবাহী বার্জে বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় যমুনা ডিপো থেকে তেল নিয়ে রওনা হওয়ার সময় মাঝ নদীতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- হাতিয়া এলাকার রুবেল, মান্না ও সম্পদ।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হেলালউদ্দিন খান বলেন, ত্রিশ গোডাউন এলাকায় কীর্তনখোলা নদীর তীরে যমুনা ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে নোয়াখালীর হাতিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ নদীতে যাওয়ার পর আগুন ধরে যায়। খবর পেয়ে তাদের অগ্নিযোদ্ধা নৌ-যানের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহত চারজনকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অগ্নিদগ্ধ চারজনের অবস্থা আশংকাজনক। তাদের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এমএস/এমজে