ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীতে আন্তঃদেশীয় ট্রেন মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় কৌশলা রানী (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বামনডাঙ্গা এ দুর্ঘটনা ঘটে।

 

কৌশলা রানী ওই এলাকার সুবোধ চন্দ্র রায়ের স্ত্রী। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জননী।

এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ সূত্র জানায়, সকালে বাড়ির পাশের রেল লাইনের ধারে ছাগল বাঁধতে যান তিনি। ছাগল বেঁধে নিজের জমি থেকে পাটশাক তুলে বাড়ি ফিরছিলেন। এ সময় পার্বতীপুর থেকে চিলাহাটিগামী মিতালি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন আসছিল। হঠাৎ তিনি তার ছাগলটিকে রেল লাইনের ওপর দেখতে পান। পরে ছাগলটিকে বাঁচাতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় গুরুতর আহন হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে থানায়।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।