ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাবেন ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাবেন ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’

ঢাকা: সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাবেন ৫ শতাংশ হারে বিশেষ প্রণোদনা। তাদের ন্যূনতম প্রণোদনা এক হাজার টাকা।

এটি ১ জুলাই ২০২৩ থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (১৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাস্তবায়ন অনুবিভাগ বাস্তবায়ন শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অর্থ বিভাগের উপ সচিব মোহাম্মদ গোলাম কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও ২০২৩ সালের ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ৫ শতাংশ হারে। তবে এক হাজার টাকার কম নয়। ‘বিশেষ সুবিধা’ প্ৰাপ্য হবেন।

উল্লেখ্য, সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্ব-শাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদেরকে এ বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট থেকে মেটাতে হবে।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।