ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী প্রেসক্লাবে হামলার ঘটনায় সাংবাদিকদের উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
ফেনী প্রেসক্লাবে হামলার ঘটনায় সাংবাদিকদের উদ্বেগ

 

ফেনী: ফেনীতে বিএনপির পদযাত্রা, আওয়ামী লীগের শান্তি সমাবেশকে ঘিরে পুলিশ, বিএনপি ও আ. লীগের ত্রিমুখী সংঘর্ষে ফেনী প্রেসক্লাবে হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকরা।

মঙ্গলবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টায় তাৎক্ষণিক এক সভায় এ উদ্বেগ জানানো হয়।

প্রবীণ সাংবাদিক দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক শাহজালাল রতনের সভাপতিত্বে, সাপ্তাহিক স্বদেশ পত্রের সম্পাদক নুর নবী জীবনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ডিবিসি টিভির ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইঁয়া, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, সময় টিভির সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির আরিফুর রহমান প্রমুখ।

এ সময় তারা বলেন, প্রেসক্লাবের ওপর হামলা ও ভাংচুরের ঘটনা ন্যক্কারজনক। প্রেসক্লাব সাংবাদিকদের জন্য তীর্থভূমি। এখানেও সাংবাদিকরা নিরাপদে না থাকলে আর কোথায় নিরাপদ থাকবে?

আমরা এমন ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এসএইচডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।