ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাগল বেশে বাস চুরির করতে গিয়ে আটক ফরিদপুরের মুসা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
পাগল বেশে বাস চুরির করতে গিয়ে আটক ফরিদপুরের মুসা

মেহেরপুর: পাগল বেশে দূরপাল্লার একটি বাস চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন আবু মুসা (৩০) নামের এক ব্যক্তি।

আটক আবু মুসা ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মালগ্রামের আবু বক্করের ছেলে।

শনিবার (১৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে মেহেরপুর শহরের কলেজমোড় এলাকা থেকে জে আর পরিবহনের একটি বাস চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন আবু মুসা।  

এসময় ওই বাসের হেলপার রাজু মোটরসাইকেল নিয়ে তাড়া করে। অবশেষে আমঝুপি এআরবি কলেজের সামনে গিয়ে বাস ও চোর আবু মুসাকে আটক করতে সক্ষম হন তিনি। পরে সেখান থেকে বাসটি উদ্ধার করে নিয়ে আসেন।  

এসময় খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে চোর আবু মুসাকে থানায় নিয়ে যায়।

বাসটির হেলপার রাজু বলেন, গাড়িটি কলেজ মোড়ে দাঁড় করিয়ে আমি আর চালক সাগর মিয়া একটি হোটেলে পরোটা খাচ্ছিলাম। এ সময় আবু মুসা নামের লোকটি পাগল বেশে ঘুরছিলেন। হঠাৎ দেখি বাসটি ছেড়ে চলে যাচ্ছে। পরে আমরা মোটরসাইকেলযোগে তাড়া করি। এক পর্যায়ে এআরবি কলেজের সামনে গিয়ে ধরে ফেলি। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, পাগল বেশে গত কয়েকদিন ধরে মেহেরপুর বাসস্ট্যান্ডে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল আবু মুসাকে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কেএম রেজাউল হক।  
তিনি বলেন, রাতে শ্রমিকদের কাছ থেকে আবু মুসাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত জেআর পরিবহনের পক্ষ থেকে কোনো মামলা দেওয়া হয়নি। মামলা না দিলে অন্য মামলায় তাকে চালান দেওয়া হবে।

পাগল বেশে বাস চুরির চেষ্টার বিষয়টি এখন মেহেরপুর শহরের প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।