ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু সচেতনতায় বরিশালে সাইকেল র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
ডেঙ্গু সচেতনতায় বরিশালে সাইকেল র‌্যালি

বরিশাল: বরিশালে ডেঙ্গু বিষয়ক সচেতনতায় সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে।  

রোববার (৩০ জুলাই) সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র অশ্বিনী কুমার হলের সামনে থেকে বরিশাল ব্লাড ডোনারর্স ক্লাবের আয়োজনে এই সাইকেল র‌্যালির এ কার্যক্রম শুরু হয়।

এ সময় ডোবা-নালা পরিষ্কার-পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা দূর করাসহ এডিস মশার ওষুধ নিয়মিত ব্যবহার করার মাধ্যমে ডেঙ্গু মশা ধ্বংস করা ও প্রতিরোধ করার আহ্বান জানিয়ে নগরবাসীকে সতর্ক থাকার জন্য ক্যাম্পিং প্রচারণা চালায়।  

এসময় উপস্থিত ছিলেন- বরিশাল ব্লাড ডোনারর্স ক্লাবের প্রতিষ্ঠাতা আওলাদ খান, ডিজি কন্টোলার সাব্বির আহমেদ, আলিমুর রহমান রিয়াদ বাধন, বসুুএইচ আর ম্যানেজার সোহেল রহমান নাভিনসহ বিভিন্ন সদস্যরা।

পরে ক্লাবের ৩০ জন ছেলে-মেয়ে সদস্য একযোগে নগরীর বিভিন্ন সড়কে সাইকেল র‌্যালি ও হুইসেল বাঁশি বাজিয়ে জনসচেতনতামূলক নগরবাসীকে ডেঙ্গু থেকে সাবধানতা থাকার আহ্বান জানিয়ে ক্যাম্পিং প্রচারণা চালায়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।