ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

২৮ অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারের বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
২৮ অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারের বদলি

ঢাকা: বাংলাদেশ পুলিশের ১৯ জন অতিরিক্ত পুলিশ সুপার ও নয়জন সহকারী পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এই কর্মকর্তারা বদল করা কর্মস্থলে যোগদানের জন্য আগামী ১৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলে দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় আগামী ১৪ আগস্ট থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

এছাড়া, যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ সময়:০৭৩২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
পিএম/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।