ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

হাসপাতাল থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় যুবক নিহত  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
হাসপাতাল থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

 

নড়াইল: হাসপাতালে চিকিৎসাধীন দাদিকে দেখে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে হানিফ মোল্যা সুমন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
 
মঙ্গলবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে নড়াইল-ফুলতলা সড়কে সদর উপজেলার গোবরা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

এসময় তার সঙ্গে থাকা চাচাতো ভাই মুন্না আহত হন।  
 
নিহত সুমনের বাড়ি সদর উপজেলার শিমুলিয়া গ্রামে।
 
পুলিশ জানায়, নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন দাদিকে দেখে চাচাতো ভাই মুন্নাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সুমন। পথে গোবরা বাজার পার হয়ে ব্রিজের কাছে পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে সুমন রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন মুন্না। তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
 
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বাংলানিউজকে বলেন, ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরদিকে রাত সাড়ে ৯টার দিকে নড়াইল-যশোর মহাসড়কে একই উপজেলার গাবতলা এলাকায় বাসের ধাক্কায় মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে চালকসহ তিন আরোহী আহত হন।  
 
আহতদের প্রথমে নড়াইল সদর হাসপাতালে ও পরে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।
  
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, আগস্ট, ২০২৩
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।