ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৮ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
সাভারে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৮ 

সাভার (ঢাকা): ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৮ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর সদস্যরা৷ এসব অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে৷ 

বুধবার (৯ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান।

এরআগে, আজ ভোরে ঢাকা জেলার আশুলিয়া এবং সাভার মডেল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৪ হাজার ৭০০ ইয়াবা, ৫৬ কেজি ৭৯০ গ্রাম গাঁজা, ১২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

 

র‌্যাব-৪ জানায়, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় আজ ভোরে একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া এবং সাভার মডেল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদকসহ কারবারিদের আটক করে৷ 

র‌্যাব আরও জানায়, আশুলিয়ার বাইপাইল থেকে ৪ হাজার ৭০০ ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবেলটসহ মো. গোলাম মোস্তফা (৩০), মো. মিনহাজুর রহমান (৩২) ও মো. জাহিদ হাসানকে (৩৫) আটক করা হয়।

এদিকে সাভার মডেল থানাধীন শাহীবাগ এলাকা থেকে ৪৫ গ্রাম হেরোইনসহ মো. রুবেল (২৬), মো. ওবাইদুল ইসলাম ওরুফে মাহী (২২) ও মো. আব্দুল গফুর ওরুফে শাওনকে (৩৮) আটক করা হয়।

অন্যদিকে আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকা থেকে ৫৬ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ মো. আসাদুজ্জামান (২১) ও মো. রিপনকে (২৭) আটক করা হয়।  

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
এসএফ/জেএই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।