ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মগবাজার ফ্লাইওভার থেকে লাফিয়ে পরে ছিনতাইকারী আহত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
মগবাজার ফ্লাইওভার থেকে লাফিয়ে পরে ছিনতাইকারী আহত 

ঢাকা: রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে আকবর (২২) নামে এক ছিনতাইকারি লাফিয়ে পড়ে আহত হয়েছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় ভর্তি আছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালের দিকে পুলিশের উপস্থিতি দেখে ফ্লাইওভার থেকে পালিয়ে যাওয়ার সময় মগবাজার মালিবাগ ফ্লাইওভার কারওয়ান বাজার রেম্বো ক্রসিংয়ের স্থানে উপর থেকে লাফিয়ে পড়ে সে আহত হয়।

হাতিরঝিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল মৌচাক মালিবাগ ফ্লাইওভারে এক ব্যক্তিকে কুপিয়ে একটি  ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনায় পুলিশ আকবরকে ধরতে গেলে ফ্লাইওভারে সুরঙ্গের ভিতরে সে লুকিয়ে থাকে। একপর্যায়ে সে পুলিশকে দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে আহত হয়। তিনি জানান, এই ছিনতাই ঘটনার আকবর সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা মামলার এহজহারভুক্ত আসামি।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা,আগস্ট ১০, ২০২৩
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।