গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে করা বিক্ষোভ ও অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা। এরপর বিকেল ৩টা থেকে ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-রাজশাহী রেললাইন ট্রেন চলাচল বন্ধ থাকে।
পুলিশ, শিক্ষার্থী ও এলাকাবাসী জানায়, গাজীপুরে কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরন করে গত ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা তা না মেনে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে দাবি করে। এ নিয়ে শিক্ষার্থীরা কয়েক দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে করে ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাদির উজ-জামান, রেললাইনে শিক্ষার্থীরা অবরোধ করলে ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে আছে। পরে কালিয়াকৈর উপজেলা নিবার্হী অফিসার, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষার্থীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাওসার আহমেদ জানান, শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয় তাদের দাবি অনুযায়ী ইউনিভার্সিটির নাম পরিবর্তন করা হবে। এজন্য কিছু দিন সময়ের দরকার আর শিক্ষার্থীরা তা মেনে নিয়েছে। পরে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নিলে বিকেল ৩টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
আরএস/জেএইচ