ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাদুল্লাপুরে ট্রাক্টরচাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
সাদুল্লাপুরে ট্রাক্টরচাপায় যুবক নিহত প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক্টরচাপায় রাতুল মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (১৮ আগস্ট) সকালে উপজেলা সদরের সাদুল্লাপুর- তুলশীঘাট সড়কে লিচু মিয়ার চাতালের সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত রাতুল ঢাকার কেরনীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামের রুবেল মিয়ার ছেলে। তিনি পেশায় ভেকু চালকের সহকারী।  

রাতুল দীর্ঘদিন থেকে তারা উপজেলার বিভিন্ন এলাকায় ভেকু দিয়ে মাটি কাটার কাজ করছিলেন।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে নিজ ট্রাক্টরে চড়ে উপজেলার কান্তানগর থেকে কিশামত শেরপুরের জনৈক উজ্জলের ইটভাটায় যাচ্ছিলেন রাতুল। পথে ওই এলাকায় সড়কের বাঁক ঘুরতে ঝাঁকুনিতে ট্রাক্টর থেকে সড়কে পড়ে যান রাতুল। এ সময় ওই ট্রাক্টরচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল আলম জানান, চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।