ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ি: মহালছড়ি উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সোহেল মিয়া (৩৩) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার মাইসছড়ি এলাকা থেকে আটক করা হয়।

সোহেল মাইসছড়ি ইউনিয়নের ছাত্রদল সভাপতি ও নুনছড়ি গুচ্ছগ্রামের কবির আহমেদের ছেলে।

মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল রোববার (২০ আগস্ট) সকালে মহালছড়ি মাইসছড়ি ডিপি পাড়া এলাকার এক তরুণীকে তার বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন সোহেল। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন তাকে উদ্ধারে এগিয়ে আসে। ততক্ষণে সোহেল মিয়া পালিয়ে যান।

এ ঘটনার পর ভুক্তভোগী স্থানীয় থানায় মামলা দায়ের করেন।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগীর মামলার ভিত্তিতে সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।