ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে কোস্টগা‌র্ড মহাপ‌রিচাল‌কের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে কোস্টগা‌র্ড মহাপ‌রিচাল‌কের শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগ‌ঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড মহাপ‌রিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী।

বুধবার (২৩ আগস্ট) সকাল সা‌ড়ে ১০টায় জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

 

এসময় কোস্টগার্ডের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার দেয়।  

এরপর সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও পঁচাত্তরের ১৫ আগস্টের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।  

এসময় কোস্টগার্ডের জোনাল কমান্ডার (প‌শ্চিম জোন) মো. কিব‌রিয়া হক, ক‌্যা‌প্টেন মো. শ‌রিফুল হক খানসহ (সদর দপ্তর) সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ কোস্টগার্ডের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।