ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মেসে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
রাজধানীতে মেসে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ  প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর তেজগাঁও তেজতুরি বাজার এলাকার একটি বাসা থেকে ইফতিয়াক আহমেদ অনিক (২৬) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

অনিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় মাস্টার্সের ছাত্র ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) রাতে তেজতুরি বাজারের একটি বাড়ির চারতলার মেস থেকে ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অনিকের বাড়ি বরিশাল বলে জানা গেছে। প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, বাবার ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। তবুও বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।