ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় টিসিবির ৯০ বস্তা চালসহ ট্রাক জব্দ, ডিলার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
বরগুনায় টিসিবির ৯০ বস্তা চালসহ ট্রাক জব্দ, ডিলার আটক

বরগুনা: বরগুনা পৌর এলাকা থেকে টিসিবির ৯০ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় সজিব খান নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের গগন স্কুল সংলগ্ন রাস্তা থেকে চাল বোঝাই ট্রাকটি জব্দ করা হয়।  

বিষয়টি ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম জানিয়েছেন।  

আটক সজিব খান তালতলী উপজেলার ৫ নম্বর পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা গ্রামের জালাল খানের ছেলে। পুলিশের ভাষ্য, জব্দ করা চালগুলো বড় বগি ইউনিয়নের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. বশির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জেলার তালতলী উপজেলা থেকে ট্রাক ভর্তি চাল নিয়ে রওনা দিয়েছে। সকালে বরগুনা পৌর শহরের গগন স্কুল সড়কে অভিযান পরিচালনা করে মিনি ট্রাকসহ ৯০ বস্তা সরকারি চাল ও বিশ হাজার টাকাসহ মেসার্স আম্মাজান এন্টারপ্রাইজের পরিচালক ডিলার সজিব খানকে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।  

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, ডিলার সজিব বড় বগি ইউনিয়নের মেসার্স আম্মাজান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। ইতোমধ্যে আমার ট্যাগ অফিসার নিজে উপস্থিত থেকে ওই ইউনিয়নের ১১৬৫ জনের চাল বিতরণ করেছে। বাকি ২০০৩ জনের এক হাজার ১৫ কেজি চাল থাকার কথা। কিন্তু ৯০ বস্তা বা ২ হাজার ৭শ (২৭০০) কেজি চাল কোথা থেকে এসেছে এটা আমার জানা নেই। এর আগে আমাদের কাছে ডিলাররা জানিয়েছেন জনপ্রতি ৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ওদের কাছে অতিরিক্ত কোনো চাল নেই। জব্দকৃত বাকি চাল কোথা থেকে এসেছে সেটা আমার জানা নেই। এই চাল তালতলীর কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তির ডিলারশিপ বাতিলের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।