ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল আলোচনায় অংশ নিতে গিয়ে অবরুদ্ধ হন সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন। সংবাদের পরিপ্রেক্ষিতে ঘটনার পর পরই তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বাংলানিউজকে বলেন, লতিফ সিদ্দিকীসহ বেশকয়েকজন ডিবির হেফাজতে আছেন এছাড়া আরও কয়েকজন থানা হেফাজতে আছেন।
তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে ওসি বলেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে মিটিং করছেন।
এর আগে দুপুর ১২টার দিকে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও কয়েকজন আওয়ামী লীগ নেতাকে হেফাজতে নেয় পুলিশ।
এজেডএস/আরআইএস