ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে বন্যার ক্ষত সারাতে শত কোটি টাকার প্রকল্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
হবিগঞ্জে বন্যার ক্ষত সারাতে শত কোটি টাকার প্রকল্প

হবিগঞ্জ: জেলায় সৃষ্ট হওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে শত কোটি টাকার প্রকল্প নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

এ অর্থের ৪০ কোটি টাকা খরচ হবে জেলার নয় উপজেলার ১২ সড়ক সংস্কারে।

এমন একটি তালিকা তৈরি করেছে এলজিইডি। অন্যান্য সড়কগুলোর তালিকা প্রণয়নের কাজ চলমান।

এলজিইডি হবিগঞ্জ কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মো. এমদাদুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। বুধবার (৩০ আগস্ট) রাতে তিনি জানান, প্রকল্পের নাম ‘এডিবির জরুরি সহায়তায় বন্যা ২০২২-এ ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্বাসন’। প্রকল্পের মেয়াদ চলতি বছরের এপ্রিল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত।

প্রস্তুত করা তালিকায় নবীগঞ্জ, সদর, আজমিরিগঞ্জ, বাহুবল ও মাধবপুর উপজেলায় একটি করে, চুনারুঘাট ও লাখাই উপজেলায় দুইটি করে এবং বানিয়াচং উপজেলার তিনটি সড়ক রয়েছে।

ক্ষতিগ্রস্ত কোন সড়ক কখন সংস্কার করা হবে, সেটার অগ্রাধিকার তালিকা করা হয়েছে। দরপত্র সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যেই কাজ শুরু হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।