ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

ট্রাকে সাড়ে ৮ হাজার ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন ২ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
ট্রাকে সাড়ে ৮ হাজার ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন ২ জন

ফেনী: ট্রাকে ৮ হাজার ৬৩০ পিস ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন দুই মাদক কারবারি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে র‌্যাব অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করেছে।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। আটকরা হলেন- মো. শামীম মিয়া (৩৫) ও মো. মোজাম্মেল (১৮)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় চেকপোস্ট বসায় র‌্যাব। এ সময় একটি ট্রাককে থামানোর সংকেত দিলে না থামিয়ে পালানোর চেষ্টা করলে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের তথ্য মতে ট্রাকের ড্রাইভিং সিটের পেছনে বিশেষ কৌশলে রক্ষিত ৪৪টি নীল রংয়ের বায়ুরোধক পলি প্যাকেটের ভেতর ৮ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পরবর্তীতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।

ফেনীস্থ র‍্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মো. সাদেকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবা আইননুগ ব্যবস্থা নেওয়ার জন্য ফেনী মডেল থানা হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।