ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে ২০০ ইয়াবাসহ কারারক্ষী আটক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
কাশিমপুর কারাগারে ২০০ ইয়াবাসহ কারারক্ষী আটক  ফাইল ফটো

গাজীপুর: কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভেতর প্রবেশকালে ২০০ ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে। এ ঘটনার পর তাকে বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কারা কর্তৃপক্ষ।

সোমবার (১১সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারে প্রবেশকালে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

আটক কারারক্ষীর নাম মো. মতিউর রহমান। তার বাড়ি ঢাকার ধামরাই থানা এলাকায়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, কারারক্ষী মতিউর রহমান কারাগারের ভেতর প্রবেশ করছিল। এ সময় অন্যা কারারক্ষীরা তার দেহ তল্লাশি করে। পরে তার পায়ের মোজা থেকে একটি পুটলিতে ৯৮টি ইয়াবা ও অন্য আরেকটি পুটলিতে ভাঙা অবস্থায় ১০২টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনার পর অভিযুক্ত কারারক্ষী মতিউর রহমানকে বরখাস্ত করা হয়। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
আরএস/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।