ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে উদ্বুদ্ধকরণে বেদেপল্লীতে উঠান বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে উদ্বুদ্ধকরণে বেদেপল্লীতে উঠান বৈঠক

ফেনী: প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, গুজব, সাম্প্রদায়িকতা, মাদক, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১৩ সেপ্টেম্বর) জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ)'র আওতায় সদর উপজেলার বেদেপল্লীতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এতে  প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার এস.এম.আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো:শামসুল আরেফীন।
 
জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারীঅনিল কুমার আসামের সভাপতিত্বে সাইন অপারেটর মো: গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে গুজব, সাম্প্রদায়িকতা প্রতিরোধে সবাইকে সচেতন হবার জন্য আহ্বানের পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার যেসব উদ্যোগ গ্রহণ করেছে সেগুলো সবিস্তরে বর্ণনা করা হয় ।

এছাড়া অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শিক্ষার গুরুত্ব সর্বাধিক উল্লেখ করে বৈঠকের প্রধান অতিথি বলেন জনগোষ্ঠী শিক্ষিত হলেই কেবল জীবনমানের উন্নয়ন হবে।

সুস্থ জীবনের জন্য প্রয়োজন নিরাপদ খাদ্য। সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নানা রকম সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নিয়েছে উল্লেখ করে বৈঠকের বিশেষ অতিথি এর  বিবরণ এবং এসব সুবিধা পাবার শর্ত ও নিয়ম নিয়ে আলেচনা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এসএইচডি/এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।