ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘লন্ডন থেকে পল্টনের দেশ বিরোধী ষড়যন্ত্র মানুষ বুঝে গেছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
‘লন্ডন থেকে পল্টনের দেশ বিরোধী ষড়যন্ত্র মানুষ বুঝে গেছে’

খাগড়াছড়ি: লন্ডন থেকে পল্টনের দেশ বিরোধী ষড়যন্ত্র মানুষ বুঝে গেছে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন, বিএনপি-জামাত চক্র বিদেশি হস্তক্ষেপ চেয়ে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার চেষ্টা করছে।

তারা আবার জ্বালাও পোড়াও করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়।  

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, দল নিয়েও ষড়যন্ত্র চলছে। দলের ভেতর এবং বাইরের সুবিধাভোগী কতিপয় নেতা বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। জেলা আ.লীগের ঐক্য নষ্ট করতে ষড়যন্ত্র করছে। তাদেরও প্রতিহত করতে হবে।

উপজেলা আ.লীগের সভাপতি রতন কুমার শীলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জেলা আ.লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া ও মংক্যচিং চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জব্বার ও অ্যাডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো. কাশেম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রইস উদ্দিন, মাটিরাঙা উপজেলা আ. লীগ সভাপতি হুমায়ুন মোরশেদ খান, জেলা আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক জুয়েল চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক শতরুপা চাকমা, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহিনা আকতার ও পানছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।

বক্তারা বলেন, বছরের পর বছর দলের নাম ভাঙ্গিয়ে সুবিধা নেওয়া রণ বিক্রম, সমির দত্ত, জাহেদুল আলম, রফিকুল আলম নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রে মেতেছে। বার বার দল বিরোধী কর্মকাণ্ড করার পরও জেলা আওয়ামী লীগ সহ্য করে গেছে। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ২৫ কোটি টাকা ব্যয়ে চেঙ্গী নদীর ওপর নির্মিত ৯৬ ফুট দীর্ঘ গার্ডার ব্রিজ, মহালছড়ি সরকারি কলেজের চারতলা আইসিটি ভবন, সাত কিলোমিটার দীর্ঘ দুটি পাকা সড়কসহ বেশ কিছু প্রকল্প উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।