ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকা

ঢাকা: ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকা। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৯ মিনিট ৫৬ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে, রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, হালকা ধরনের ভূমিকম্পটির উৎপত্তিস্থল টাঙ্গাইলে, ঢাকার আগারগাঁওয়ার আবহাওয়া অফিস থেকে ৫৯ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে।

ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৯ সেপ্টেম্বর ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। আর ১৪ আগস্ট ৫ দশমিক ৫ মাত্রা, ১৬ জুন ৪ দশমিক ৫ মাত্রা ও ৫ মে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। এগুলোর মধ্যে দু'টির ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশের ভেতরে।

বাংলাদেশ সময়: ১৩৫১ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
ইইউডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।