ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় দম্পতি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় দম্পতি!

পঞ্চগড়: বর্তমান সময়ে আত্মহত্যার প্রণবতা বেড়ে যাওয়ায় মানুষকে জীবনের মূল্য জানাতে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করেছেন শারাবান তহুরা শান্তা ও আল ইমরান শাওন দম্পতি।  

আত্মহত্যা থেকে কিশোর-কিশোরীদের বাঁচাতে এবং সচেতন করতে ‘প্রতিটি প্রাণ মূল্যবান, আত্মহত্যা নয়-বাঁচতে শিখি’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ যাত্রা শুরু করেছেন তারা।

 

গত ২৮ জুন থেকে ৯২৭ কিলোমিটার পথ হেঁটে শনিবার (২৩ মেপ্টেম্বর) দুপুরে বাংলাবান্ধা জিরো পয়েন্টে ভ্রমণ শেষ করেন তারা।  

জানা গেছে, শারাবান তহুরা শান্তা পেশায় একজন ব্যাংকার ও আল ইমরান শাওন পেশায় একজন আর্কিটেক্ট। গত দু’মাস আগে শুরু করা এ পথযাত্রায় এক নতুন আঙ্গিকে দেশকে দেখেছেন। শুধু দেশ ভ্রমণেই নয়, চায়ের দোকান থেকে শুরু করে সাধারণ মানুষদের জীবনের মূল্যটা জানিয়েছেন। তবে এই ভ্রমণে সাধারণ মানুষসহ সবার সাড়া পেয়েছেন বলেও জানান তারা।  


শারাবান ও শাওন বাংলানিউজকে বলেন, গত ২৮ জুন থেকেই শুরু করি হেঁটে ভ্রমণ। প্রথম দিন শাহপরীর দ্বীপ থেকে বড়ডিল পর্যন্ত ২৮ কিলোমিটার হাঁটি। সেখানে থাকার জায়গা না পাওয়ায় মরিসবুনিয়া নামে একটি স্কুলের নৈশ প্রহরীর বাড়িতে রাত যাপন করি। দ্বিতীয় দিন ঈদের দিন। ঈদের দিন ৩৬ কিলোমিটার হেঁটে বড়ডিল মরিশবুনিয়া স্কুল থেকে ইনানি বিচ পর্যন্ত আসি। ঈদের ছুটিকে কাজে লাগিয়ে ১০ দিনে ৪০০ কিলোমিটার একবারে হাঁটি। এরপর অফিসের ব্যস্ততা, মায়ের অসুস্থতা ও পারিবারিক কিছু কারণে কয়েক সপ্তাহ পর আবার ছুটির দিনে শুরু করি হাঁটা। এভাবে আমরা নীলফামারী রেলওয়ে স্টেশন পেরিয়ে হাঁটতে হাঁটতে উত্তরের সীমান্ত তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্ট পর্যন্ত পৌঁছে ভ্রমণ শেষ করি। তবে আমাদের এই যাত্রায় আউটডোর বিডি বিভিন্নভাবে পরামর্শ ও সহায়তা এবং সাপোর্ট দেন।  

দম্পতিরা আরও জানান, চলার এ পথে নানা বাধার সম্মুখীন হয়েছি। কিন্তু নতুন কিছু শিখতে, মানুষকে জীবন সম্পর্কে জানাতে ও সচেতন করতে পিছু হাঁটিনি আমরা।  

বিভিন্নভাবে সহায়তা প্রদানকারী আউটডোর বিডির ফাউন্ডার জুয়েল রানা বাংলানিউজকে বলেন, যখন জানলাম জীবন সম্পর্কে সচেতন করতে শান্তা ও শাওন হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করবেন। আমরা চেষ্টা করেছি, তাদের এ ভ্রমণকে সাপোর্ট দিতে। চেষ্টা করেছি, বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে সহায়তা করতে। অবশেষে তারা এ যাত্রা পূর্ণ করতে পেরেছেন।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।