ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে ৬৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
সিলেটে ৬৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা

সিলেট: দেশের প্রথম ৬৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সিলেটে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩৬ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে প্রায় ১২ ঘণ্টা সাঁতার কেটে সিলেটের কিনব্রিজ জিরো পয়েন্টে পৌঁছান প্রতিযোগীরা।

সিলেটের কানাইঘাট সুরমা নদীর ব্রিজ থেকে সিলেট সুরমা কিনব্রিজ পর্যন্ত ৬৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে সিলেট জেলা ক্রীড়া অফিস। বেঙ্গলস ডলফিনসের অংশগ্রহণে প্রতিযোগিতার সহযোগিতায় ছিল কানাইঘাট ক্রীড়া সংস্থা।

প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে প্রথম বিজয়ী বরগুনার সাইফুল ইসলাম রাসেল ও মেয়েদের মধ্যে প্রথম বিজয়ী গাইবান্ধা সদর উপজেলার সোহাগী আক্তার। ছেলেদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন মনিরুজ্জামান, চতুর্থ আলী রনক, পঞ্চম বদর উদ্দিন, ৪৫ কিলোমিটার ষষ্ঠ স্থান অধিকার করেন আল আমিন আকিক, ৫০ কিলোমিটারে সপ্তম স্থান অধিকার করেন মো. জামিল হোসেন। উক্ত প্রতিযোগিতায় ১১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

এরপর কিনব্রিজ প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা সচিবালয়ের নির্বাচন কমিশনের উপসচিব দেলোয়ার হোসেন।

সেখানে জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলার চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক আহমদ, সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন, ইউনিসেফ’র কর্মকর্তা শফিকুল ইসলাম, পলাশী মজুমদার, ক্রীড়া সহকারী অফিসার নাহিদ আহমদ, আব্দুল আহাদ, মাহমুদ আহমদ, হাসান আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এনইউ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।