ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

দুর্গাপূজায় কঠোর নিরাপত্তার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৩, অক্টোবর ১, ২০২৩
দুর্গাপূজায় কঠোর নিরাপত্তার দাবি

ফেনী: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কঠিন ও কঠোর নিরাপত্তার দাবি করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেও নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শহরের জয়কালী মন্দিরে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভায় বক্তারা এ দাবি ও সংশয় প্রকাশ করেন।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিল বণিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রিয় রঞ্জন দত্ত, ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য; হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদ পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমল শীল, রাজিব খগেশ দত্ত, সাবেক সাধারণ সম্পাদক সমীর কর, জয়কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী তপন কর প্রমুখ।

সভাপতির বক্তব্যে শুসেন চন্দ্র শীল বলেন, পূজামণ্ডপে এবং প্রতিমায় আঘাত আসলে ছেড়ে দেওয়া হবে না। চোর ধর্মের কাহিনী শোনে না। মসজিদেও চুরি হয়। অতএব অপরাধীর কোন ধর্মীয় পরিচয় হয় না। অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে। নিজেদের প্রতিমা ও মণ্ডপ নিজেরাই রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, ফেনী-০২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী পূজামণ্ডপে যে উপহার দেন তা বিরল। দেশের অন্য কোথাও এমন হয় বলে আমার জানা নেই।

বিশেষ অতিথির বক্তব্যে শুকদেব নাথ তপন বলেন, অপশক্তির সাথে যুদ্ধ করে আমরা টিকে আছি, থাকতে হবে। প্রতিমা পাহারা দেবেন।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।