ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, অক্টোবর ১, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: জেলায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মজিদ (৭০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।

রোববার (০১ অক্টোবর) বিকেলে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। মৃত আব্দুল মজিদ জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মৃত হরন আলীর ছেলে।  

জেলা কারাগারের সুপার মো. শহিদুল ইসলাম বলেন, চলতি বছরের ২৩ জুন দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে বিকেলের দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, তার মরদেহ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ইতোমধ্যে পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।