ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভূঞাপুরে ট্রাক চাপায় বঙ্গবন্ধু রেল সেতুর কর্মচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
ভূঞাপুরে ট্রাক চাপায় বঙ্গবন্ধু রেল সেতুর কর্মচারী নিহত ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের সিরাজকান্দি এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বঙ্গবন্ধু রেল সেতুর সহকারী বাবুর্চি প্রিন্স অনথিন রোজারিও (৩৪) নিহত হয়েছেন।  

বুধবার (৪ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিন্স অনথিন রোজারিও ঢাকা নবাবগঞ্জের ফিলিপ রোজারিওর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বঙ্গবন্ধু রেল সেতুর সহকারী বাবুর্চি প্রিন্স অনথিন রোজারিও কাজ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের সিরাজকান্দি এলাকায় বিপরীতে দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান, খবর পেয়ে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।