ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় ৬ দিনব্যাপী ইকো-গাইড প্রশিক্ষণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
খুলনায় ৬ দিনব্যাপী ইকো-গাইড প্রশিক্ষণ

খুলনা: সুন্দরবন পশ্চিম বন বিভাগের তথ্য কেন্দ্রে ছয় দিনব্যাপী ইকো-গাইড প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) এ প্রশিক্ষণের উদ্বোধন করেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।

খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্পের আয়োজনে ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের ব্যবস্থাপনায় ৭ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৩০ জন নবীন প্রশিক্ষণার্থীদের ইকো-গাইডের বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খুলনা বন সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো, খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কমভেনশন সেন্টার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আবু সায়েদ মো. মনজুর আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওয়াসিউল ইসলাম, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) প্রশিক্ষণ ও গবেষণা পরিচালক আবুল ফয়সাল মো. সায়েম বাবু, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (তোয়াস) উপদেষ্টা নজরুল ইসলাম বাচ্চু।  

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষ (সদর) এম.এ.হাসান।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ০৭,  ২০২৩
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।