ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে মাছের ঘেরে মিলল কর্মচারীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
মিরপুরে মাছের ঘেরে মিলল কর্মচারীর মরদেহ

ঢাকা: রাজধানীর মিরপুর রুপনগর এলাকার একটি মাছের ঘের থেকে শাকিল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রুপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম।

নিহত শাকিল পটুয়াখালী গলাচিপা উপজেলার মৃত শাহাবুদ্দিনের ছেলে। তিনি মিরপুর পল্লবী বালুর মাঠ ১২ নম্বর বস্তি এলাকায় থাকতেন এবং ওই মাছের ঘেরে কর্মচারী হিসেবে কাজ করতেন।

এসআই কামরুল ইসলাম জানান, মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে তথ্য পেয়ে রূপনগর বেরিবাধ পেপসি কোম্পানির পেছনে পানিযুক্ত একটি মাছের ঘের থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে গত দুই দিন আগে তার মৃত্যু হতে পারে। লাশটি পচে যাচ্ছিল।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে বলও জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।