ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইলিশ বিক্রেতাকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইলিশ বিক্রেতাকে জরিমানা

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইলিশ বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত ইলিশ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা থাকার পরেও বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা সদর বাজারে ইলিশ মাছ বিক্রি করছিলেন উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের চান মিয়ার ছেলে সোহেল মিয়া।  

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিনের আদালত অভিযান চালিয়ে মাছ বিক্রেতা সোহেল মিয়াকে তিন হাজার টাকা জরিমানা করেন। এ সময় জব্দ করা ছয় কেজি ইলিশ মাছ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, পেশকার নাজির সোহেল আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।