ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে বিভাগীয় কারাতে রেফারি প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
যশোরে বিভাগীয় কারাতে রেফারি প্রশিক্ষণ উদ্বোধন

যশোর: যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশে কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় খুলনা বিভাগীয় কারাতে রেফারি প্রশিক্ষণ সেমিনারের উদ্বোধন করা হয়েছে।  

শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে এই প্রশিক্ষণ সেমিনারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।  

বিশেষ অতিথি ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবীর, জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধুরি ভোলা, বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক তুলু উশ শামস, বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ নূর মোহাম্মদ রকি, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সদস্য মোহাম্মদ আলী, যশোর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মীর মোশারফ হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বিজিবি কারাতে দলের কোচ মোহাম্মদ নূর হোসেন, কারাতে পরিষদের সহ-সভাপতি মাহবুবুর রহমান মোহন, ঝিকরগাছা কারাতে অ্যাকাডেমির প্রধান প্রশিক্ষক রফিকুল ইসলাম রফিক।  

সভাপতিত্ব করেন জেলা কারাতে পরিষদের সভাপতি আনোয়ার হোসেন মোস্তাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারাতে পরিষদের যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
ইউজি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।