ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাগরে ঘূর্ণাবর্ত, রূপ নেবে নিম্নচাপে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
সাগরে ঘূর্ণাবর্ত, রূপ নেবে নিম্নচাপে

ঢাকা: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এটি প্রথমে লঘুচাপ, পরে নিম্নচাপে পরিণত হতে পারে।

বুধবার (১৮ অক্টোবর) ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছেন।

ভারতের আবহাওয়া বিজ্ঞানী এম শর্মা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ অক্টোবর) মধ্য বঙ্গোপসাগরে এসে লঘুচাপে রূপ নিতে পারে। এরপর এটি আরো শক্তি সঞ্চয় করে ২৪ অক্টোবর নিম্নচাপে রূপ নিতে পারে।

নিম্নচাপে রূপ নেওয়ার পর ঘূর্ণাবর্তটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও মিয়ানমারের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে। বাংলাদেশের আবহাওয়া অফিস আগেই জানিয়েছে, চলতি মাসে ২ থেকে ৩টি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি রুপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রুপ নেবে কি-না, এখনই কিছু বলছে না দু’দেশের আবহাওয়া অফিস। তবে ঘূর্ণিঝড় সৃষ্টি না হলেও আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

 

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩

ইইউডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।