ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

১০ দিনে ঢাকায় গ্রেপ্তার ১৮৮৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
১০ দিনে ঢাকায় গ্রেপ্তার ১৮৮৪

ঢাকা: গত ২৮ অক্টোবর সহিংসতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে গত ১০ দিনে রাজধানীজুড়ে ১ হাজার ৮৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৩০ অক্টোবর) সর্বশেষ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ১৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২১ অক্টোবর ৩১ জন, ২২ অক্টোবর ৪২ জন, ২৩ অক্টোবর ৪২ জন, ২৪ অক্টোবর ৮৫ জন, ২৫ অক্টোবর ১১১ জন, ২৬ অক্টোবর ২০২ জন, ২৭ অক্টোবর ৩৪০ জন, ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন এবং সর্বশেষ গতকাল সোমবার (৩০ অক্টোবর) ১৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় মামলা হয়েছিল ৩৬ টি। সর্বশেষ (৩১ অক্টোবর) মতিঝিল, রমনা ও বংশালে আরও তিনটি মামলা হয়েছে। এ নিয়ে মামলার সংখ্যা দাড়ালো ৩৯টি।

 

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
পিএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।