ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

মিরপুরে দুই শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
মিরপুরে দুই শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক মারা গেছে। তাদের নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে মিরপুর পল্লবী পানির ট্যাংকের পেছনে একটি নির্মাণাধীন ভবনে থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাটি ঘটে।

পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সালমা বেগম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মিরপুর ১২ পল্লবী পানির ট্যাংকের পেছনে একটি নির্মাণাধীন ভবনের বাইরে রশি বেঁধে ঝুলন্ত অবস্থায় রঙের কাজ করছিলেন দুই শ্রমিক। এসময় সেই রশি ছিড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা।

প্রাথমিকভাবে পুলিশ এমন তথ্য জানতে পারে। তাদের বিস্তারিত নাম ঠিকানা ও বয়স এখনো জানা যায়নি ঘটনার স্থলে পুলিশ কাজ করছে।

আইনি প্রক্রিয়া শেষে দুই মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।