ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় রাকিবুল হাওলাদার (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার কাটাখালী মোড় সংলগ্ন আলফা কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিকুল হাওলাদার বাগেরহাটের কচুয়া উপজেলার আলোকদি গ্রামের শাহিন হাওলাদারের ছেলে।

ফকিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলে 
ধাক্কা দিলে আরোহী রকিবুল রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি শনাক্ত ও জব্দ করার চেষ্টা চলছে।  

অপরদিকে, সোমবার সকাল ৭টায় ফকিরহাট ফলতিতা বাজারের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুইজন আহত হয়েছেন।  

পরে স্থানীয় লোকজন ট্রাকে থাকা ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করেন করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কাভার্ডভ্যানটি উদ্ধারে কাজ করছে ফকিরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।