ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বাসে আগুন

নারায়ণগঞ্জ: বিএনপিসহ কয়েকটি দলের ডাকা অবরোধের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আল্লাহ ভরসা  বাসে অজ্ঞাতরা আগুন দিয়েছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু হয়েছে।

অবরোধের আগের রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল ৬টায় অবরোধ শুরুর আগের ১০ ঘণ্টায় ৯টি যানবাহনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এমআরপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।