ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে জাল ভ্রমণ ট্যাক্স তৈরি চক্রের হোতা আটক

উপজেলা করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
বেনাপোলে জাল ভ্রমণ ট্যাক্স তৈরি চক্রের হোতা  আটক

বেনাপোল (যশোর): বেনাপোলে জাল ভ্রমণ ট্যাক্স তৈরি চক্রের মূলহোতা শামীম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক শামীম বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের মোমিন চৌধুরীর ছেলে।  

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, দুপুরে কয়েকজন পাসপোর্টধারী যাত্রী ভারতে যাওয়ার জন্য বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্রবেশ করেন। এ সময় বন্দরের কর্মকর্তারা তাদের ট্যাক্সের পেপার চেক করে নকল সন্দেহ হলে যাচাই-বাছাই করা হয়। এ সময় নকল প্রমাণ হয়। পরে সেসব পাসপোর্ট যাত্রীদের সহায়তায় জাল ভ্রমণ ট্যাক্স তৈরির কারিগর ‘বেনাপোল ট্রাভেল পয়েন্ট’ নামে দোকানের মালিক শামীমকে বন্দরে ডেকে আনা হয়। এ সময় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর জাল ট্যাক্স তৈরির কথা শিকার করেন। পরে ট্যাক্স জালিয়াতির কারণে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।  

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ভ্রমণ ট্যাক্স জালিয়াতির সঙ্গে জড়িত শামিম নামে একজনকে স্থলবন্দর কর্তৃপক্ষ তাদের কাছে সোপর্দ করেছেন। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।