ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী-নোয়াখালী সড়কে বাসের ধাক্কায় কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
ফেনী-নোয়াখালী সড়কে বাসের ধাক্কায় কিশোর নিহত

ফেনী: ফেনী-নোয়াখালী মহাসড়কে দ্রুতগতির বাসের ধাক্কায় ইয়াছিন (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টায় দাগনভূঞার জায়লস্কর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মাটঘর ইউনিয়নের খরিয়ালা গ্রামের মৃত জহির মিয়ার ছেলে। সে একটি বেকারিতে কর্মচারী হিসেবে কাজ করতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে জায়লস্কর বিজিবি ক্যাম্পের অদূরে সড়কের ওপর ইয়াছিন নামে এক বেকারি কর্মচারী রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তার সহকর্মীদের খবর দিলে তারা ইয়াছিনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ইয়াছিনের সহকর্মীরা জানান, সে জায়লস্কর বিজিবি ক্যাম্প সংলগ্ন ডেইলি ফুড অ্যান্ড বেকারিতে কাজ করতো। রাত ৯টার দিকে সড়কের বিপরীত পাশের বাসায় ভাত খাওয়ার জন্য যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় সে আহত হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।

ডেইলি ফুড অ্যান্ড বেকারির ম্যানেজার মোশারফ বলেন, ইয়াছিন আমাদের প্রতিষ্ঠানে কাজ করতো। রাতে ভাত খেতে যাওয়ার সময় সে দুর্ঘটনার শিকার হয়।

মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব বিন ইসলাম জানান, নিহত ওই কিশোরের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে আছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এসএইচডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।