ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডিত আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডিত আসামির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই ব্যক্তি হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লহ্মীবরদী এলাকার মৃত ফাজিল উদ্দিনের ছেলে জহিরুল হক ভূঁইয়া (৭০)।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন জহিরুল হক। এ সময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এক পর্যায়ে শুক্রবার সকাল ৬টার দিকে জহিরুলের মৃত্যু হয়। কারাগারে তার কয়েদি নম্বর ছিল ৪২৭৭/এ। তার বিরুদ্ধে দায়রা মামলা নম্বর ৪৫৯/০৩, আড়াইহাজার থানার মামলা নম্বর ০৬(৩)০২ এবং ধারা ছিল ৩০২/৩৪। ওই মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৩
আরএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।