ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে নিরাপদ সড়ক চাই দিবস উদ্‌যাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
বাগেরহাটে নিরাপদ সড়ক চাই দিবস উদ্‌যাপন

বাগেরহাট: বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে নিরাপদ সড়ক চাই ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।  

দিনটি উপলক্ষে শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।  

এসময় সড়ক দুর্ঘটনায় নিহত কচুয়া উপজেলার শহিদুল মোল্লার স্ত্রী নুরজাহান বেগম ও শরণখোলার আহত আব্দুস সবুরকে নিরাপদ সড়ক চাইয়ের পক্ষ থেকে দুটি ছাগল দেওয়া হয়। এছাড়া দুর্ঘটনায় আহত শরণখোলার সংবাদকর্মী শাহিন হাওলাদারকে একটি হেলমেট প্রদান করা হয়।  

পরে প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আলোচনা সভা শুরু করা হয়।

নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন।

সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান, ট্র্যাফিক পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সীতা রানী দেবনাথ, বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আজমল হোসেন, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সহসভাপতি শেখ আসাদ, পৌর কমিশনার তানিয়া সুলতানা, সাধারণ সম্পাদক আব্দুর রব সরদার, সহ সাধারণ সম্পাদক এইচ এম মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন শিপন, কোষাধ্যক্ষ এসএস শোহান, মোল্লা মাসুদুল হক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নানা কারণে দেশে সড়ক দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে গাড়ি চালানো অন্যতম। এসব কাজ আইনের দৃষ্টিতে অপরাধ। সড়ক দুর্ঘটনা বন্ধে আইনের প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। এজন্য নিরাপদ সড়ক চাই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিরাপদ সড়ক চাইয়ের পাশাপাশি সবাইকে সড়ক দুর্ঘটনা রোধে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এসব অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সদস্য, পরিবহণ চালক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ০১ ডিসেম্বর ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।