ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

খেলোয়াড় শ্রেণিতে শীর্ষ করদাতা সাকিব-তামিম-রিয়াদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, ডিসেম্বর ৫, ২০২৩
খেলোয়াড় শ্রেণিতে শীর্ষ করদাতা সাকিব-তামিম-রিয়াদ

ঢাকা: খেলোয়াড় শ্রেণিতে শীর্ষ করদাতা নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল খান ও মো. মাহমুদউল্লাহ রিয়াদ।

এ শ্রেণিতে সাকিব-তামিম আগে থেকেই শীর্ষ করদাতা ছিলেন।

তাদের সঙ্গে নতুন যুক্ত হলে রিয়াদ।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২২-২৩ করবর্ষের জন্য খেলোয়াড়সহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন।

এরই মধ্যে এ সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই এসব তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, খেলোয়াড় শ্রেণিতে এবার সাকিবসহ তিন ক্রিকেটার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। যাদের মধ্যে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। এরপরের অবস্থানে যথাক্রমে মো. মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল খান।

গত বছরও এ তালিকায় তিন ক্রিকেটার ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
জেডএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।