ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনী নদীতে ধরা পড়ল ২০ কেজির কোরাল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
ফেনী নদীতে ধরা পড়ল ২০ কেজির কোরাল

ফেনী: বড় ফেনী নদীতে জেলেদের জালে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে।  

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে বড় ফেনী নদীর মুছাপুর মোহনায় নেয়ামত উল্যাহর জালে মাছটি ধরা পড়ে।

 

সোনাগাজী পৌর শহরের মাছ বাজারে বিক্রির জন্য মাছটি নেওয়া হলে উৎসুক জনতা ভিড় জমায়।  

ব্যবসায়ী আবদুল মান্নান জানান, মাছটি নেয়ামত উল্যাহর জালে ধরা পড়ে। আমি মাছটি বিক্রির জন্য কিনে করে সোনাগাজী বাজারে নিয়ে আসছি। মাছটি কিনতে কয়েকজন ক্রেতাসহ উৎসুক জনতা ভিড় জমান। প্রতিকেজি ১২০০ টাকা  হলে বিক্রি করব।  

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৩
এসএইচডি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।