ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে অগ্নিনির্বাপক যন্ত্রের বিস্ফোরণে ফায়ার ম্যানেজার নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, ডিসেম্বর ১১, ২০২৩
টঙ্গীতে অগ্নিনির্বাপক যন্ত্রের বিস্ফোরণে ফায়ার ম্যানেজার নিহত 

ঢাকা: গাজীপুর টঙ্গীতে আনোয়ার সিল্ক টেক্সটাইল মিলে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে আব্দুস সাত্তার (৫০) নামে এক কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় তৌহিদুল ইসলাম (১৮) নামে আরও একজন আহত হয়েছেন।

সোমবার (১১ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর তিস্তার গেট এলাকায় ওই টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন।

তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসা সেকেন্দার আলী জানান, তারা টঙ্গীর তিস্তার গেট এলাকায় আনোয়ার গ্রুপের আনোয়ার সিল্ক টেক্সটাইল মিলে কাজ করেন। নিহত সাত্তার মিলের নিজস্ব ফায়ার ম্যানেজার ছিলেন। আহত তৌহিদুল তার সহযোগী হিসেবে ছিলেন।

তিনি আরও জানান, তারা দুজন টেক্সটাইল মিলের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্রে হাওয়া দিচ্ছিল। এ সময় সেটির বিস্ফোরণ হয়ে দুজন গুরুতর আহত হন। পরে তাদের দুইজনকে দ্রুত টঙ্গী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাত্তারকে মৃত ঘোষণা করেন। মৃত সাত্তারের বাড়ি নেত্রকোনা জলায়। বর্তমানে টঙ্গীর তিস্তার গেটে টেক্সটাইলস মিলের স্টাফ কোয়ার্টারে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত যুবকের পেটে আঘাত লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।