ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘মাদকের সঙ্গে পুলিশের কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
‘মাদকের সঙ্গে পুলিশের কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি’

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) জিহাদুল কবির-বিপিএম (সেবা), পিপিএম বলেছেন, আমরা শৃঙ্খল বাহিনী। আমাদের প্রত্যেক সদস্যকে চেইন অব কমান্ড মেনে চলতে হবে।

সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। কোনো সদস্যের শৃঙ্খলা পরিপন্থি কাজ পরিলক্ষিত হলে, বিশেষ করে মাদকের সঙ্গে কারো কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরের রুপাতলীস্থ পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

এসময় পুলিশ কমিশনার অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিনসহ সর্বক্ষেত্রে শতভাগ কল্যাণ সাধনের বিষয়ে আশ্বস্ত করেন।  

এছাড়াও তিনি সাইবার স্পেস ও অনলাইন প্লাটফর্মের অপরাধ সংক্রান্ত সবাইকে সচেতন থেকে সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্লাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মেনে চলার নির্দেশ প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মো. শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার-পিপিএম (সেবা), উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) মো. আলী আশরাফ ভুঞা-বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিমসহ বিএমপি'র অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে নবনিযুক্ত কমিশনার জিহাদুল কবির বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় বরিশাল মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অফিসার-ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন জিহাদুল কবির।

এ সময় পুলিশ কমিশনার বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, বরিশাল মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি প্রো-অ্যাকটিভ পুলিশিংয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।